জেলা প্রতিনিধি, পঞ্চগড়: হিমালয়ের পাদদেশে অবস্থিত পঞ্চগড় জেলায় প্রতিদিনই বাড়ছে শীতের তীব্রতা। সেই সঙ্গে বাড়ছে উত্তর থেকে বয়ে আসা হিমেল বাতাস ও ঘন কুয়াশা।
পঞ্চগড়ের তাপমাত্রা কমে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
পঞ্চগড় ও আশপাশের জেলার বাসিন্দারা জানান, গত কয়েক দিন থেকে শীতের মাত্রা বাড়তে শুরু করেছে এবং রাতে ও সকালে ঘন কুয়াশা পড়ছে। দিনের বেলা রোদের দেখা মিললেও বিকেল হতেই শীতের তীব্রতা বেড়ে যায়।
পঞ্চগড়ের তেতুঁলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ বলেন, ‘হিমালয়ের কাছে হওয়ায় উত্তর পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে বেশ ঠান্ডা অনুভূত হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আজ সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।’
তিনি বলেন, ‘ডিসেম্বরের শেষে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। সেই ক্ষেত্রে তাপমাত্রা এক অঙ্কের ঘরে গিয়ে দাঁড়াবে।’
তারা আরও জানান, এদিকে এলাকায় শীতের তীব্রতা বেড়ে গেলেও এখনও সরকারিভাবে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে প্রয়োজনের তুলনায় অনেক কম।