,

দেখা মিলল সূর্যের

নিজস্ব প্রতিবেদক: শুক্রবার (৪ ফেব্রুয়ারি) প্রায় সারাদিন রাজধানীতে বৃষ্টিপাত হয়েছে। মেঘের দাপটে দেখা মেলেনি সূর্যের। সঙ্গে বাতাস থাকায় শীত অনুভব হয়েছিল আগের দিনের চেয়ে কিছুটা বেশি।

বৃষ্টির এ দাপট শনিবারও (৫ ফেব্রুয়ারি) থাকার আভাস দেয় আবহাওয়া অধিদফতর। সকাল থেকে আকাশও ছিল মুখভার। যে কারণে আশঙ্কা ছিল বৃষ্টি হওয়ার। তবে সে আশঙ্কা উড়িয়ে দিয়ে সকাল সোয়া ৮টা নাগাদ হেসেছে সূর্য। কিন্তু সূর্যের চারপাশে মেঘের দাপট দেখা যাচ্ছে। তাতে কিছু সময় পরপর মেঘের আড়ালে হারিয়ে যেতে হচ্ছে সূর্যকে।

এর আগে শুক্রবার রাতে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, আজ রাতেও বৃষ্টি হতে পারে। কালও এ প্রবণতা থাকতে পারে। রোববার থেকে বৃষ্টি কমতে থাকবে। এরপর তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমে যাবে।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এই বিভাগের আরও খবর