: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাস্তিপুর সীমান্ত এলাকা থেকে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা। বুধবার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ খবর নিশ্চিত করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ইমাম হাসান জানান, চুয়াডাঙ্গা-৬ বিজিবি বিশেষ টহল কমান্ডার হাবিলদার শ্রী বীরেন্দ্রনাথ দত্ত গোপন সংবাদে জানতে পারেন নাস্তিপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে প্রবেশ করবে।
এমন সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে নাস্তিপুর সীমান্তে অবস্থান নেন। চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে সীমান্তের ৮০নং মেইন পিলারের কাছে কাগজে টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়।
পরে প্যাকেটি উদ্ধার করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের উপস্থিতিতে খোলা হলে ছয়টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৭০০ গ্রাম।