,

দশমিনায় ইউপি সদস্যসহ ছয়জনের বিরুদ্ধে মামলা

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীতে থানা হেফাজতে এক সিএনজিচালকের বিষপানে আত্মহত্যার চারদিন পর ছয়জনের বিরুদ্ধে দশমিনা থানায় মামলা হয়েছে। তার নাম লিটন খাঁ।

সে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের আলাউদ্দিন খানের ছেলে। এ ঘটনায় লিটনের স্ত্রী আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন।

পরদিন মাছ মেরে ফেলা ও জমি দখলের অভিযোগ এনে লিটনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার ও মাদ্রাসা সভাপতি তানিয়া ফেরদৌসের কাছে লিখিত অভিযোগ করেন মাদ্রাসা সুপার মাওলানা সিহাব উদ্দিন। ৬ ডিসেম্বর দুপুরে এএসআই মামুন অর রসিদ লিটনকে ধরে থানায় নিয়ে আসেন। থানার ভেতরে বিষপান করে লিটন। তাকে শেবাচিম হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়। দশমিনা থানার ওসি মো. জসীম জানান, দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের আরও খবর