চট্টগ্রাম প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে রোববার (২৪ মে) পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।
সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফ ও চন্দনাইশ উপজেলার জাঁহাগিরিয়া শাহছুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারীরা আরব দেশের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা শুরু করেন এবং একদিন আগে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।
সুফি সাধক মাওলানা মোখলেসুর রহমান (র.) ২০০ বছর আগে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজ পালন করার নিয়ম প্রর্বতন করেন। তার সেই দেখানো পথে আজ পর্যন্ত এ নিয়ম মেনে আসছেন তার ভক্ত-অনুসারীরা।
চন্দনাইশ জাঁহাগিরিয়া দরবার সূত্রে জানা গেছে, উপজেলার জাঁহাগিরিয়া শাহছুফি মমতাজিয়া দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন পীরে তরিকত হযরতুল আল্লামা শাহছুফি সৈয়দ মোহাম্মদ আলী (ম.জি.আ.) প্রদর্শিত এ পথ অনুসরণ করে চন্দনাইশের বিভিন্ন গ্রাম দরবার শরীফের পশ্চিম পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, শাহছুফি বাড়ি, আব্বাস পাড়া, মাঝেরপাড়া, দীঘির পাড়া, মোস্তান আলী শাহ পাড়া, শাইড়া পাড়া, আজম বাড়ি পাড়া, মাইজপাড়া, দরপ বাড়ি, কেন্দুয়া পাড়া, বাতুয়া পাড়া, রেল স্টেশন, হাশিমপুর, হারলা, বরমা, বরকল, মৌলভী বাজার, চন্দনাইশ পৌরসভা, ধোপাছড়ি এবং সাতকানিয়া উপজেলার মির্জাখীল, সোনাকানিয়া, গারাঙ্গিয়া, চরতি, মনেয়াবাদ, বাজালিয়া, কাঞ্চনা, আমিলাইশ, খাগরিয়া ও গাটিয়াডাঙ্গা, লোহাগাড়া উপজেলার কলাউজান, বড়হাতিয়া, পুটিবিলা, চুনতি ও চরম্বা, বাঁশখালী উপজেলার কালিপুর, জালিয়াপাড়া, ছনুয়া, মক্ষিরচর, চাম্বল, শেখেরখীল, ডোংরা, আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ, বরুমচড়া, পটিয়া উপজেলার পূর্ব হাইদগাঁও, পশ্চিম হাইদগাঁও, মোহাম্মদ নগর, মোল্লাপাড়া, বাহুলী, কচুয়াই, খরনা, শোভনদন্ডী ও ভেল্লাপাড়াসহ শতাধিক গ্রামের লক্ষাধিক অনুসারীরা আজ ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন।
এছাড়া বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বীপ, ফটিকছড়ি, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, হাতিয়া, নোয়াখালী, চাদঁপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, নরসিংদি, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জসহ বাংলাদেশের বিভিন্ন জেলাসহ বিশ্বের বিভিন্ন স্থানে যেখানে মির্জাখীল দরবার শরীফের অনুসারী রয়েছেন তারাও ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন।
ইতোমধ্যে তারা ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য সব ধরনের প্রস্ততি সম্পন্ন করেছেন। আজ রোববার সকাল দশটায় সাতকানিয়া মির্জারখীল দরবার শরীফে দুটি ঈদ জামাতে ইমামতি করবেন মাওলানা আব্দুল হামিদ শাহ ও মাওলানা মকসুদুর রহমান। অন্যদিকে চন্দনাইশের জাঁহাগিরিয়া দরবার শরীফের ঈদ জামাতে ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ আলী।
তবে এ বছর করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকারি স্বাস্থ্যবিধি মানতে সাতকানিয়ার মির্জারখীল দরবার শরীফ ও চন্দনাইশের জাঁহাগিরিয়া দরবার শরীফে অন্য এলাকার মানুষদের ঈদের নামাজে না যাওয়ার জন্য নিষেধ করা হয়েছে। অনুসারীদের যার যার এলাকায় ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য বলা হয়েছে।
সাতকানিয়ার মির্জারখীল দরবার শরীফের মাওলানা আবদুর রহমান জয়নাল জানান, আমরা হানাফী মাযহাবের অনুসারী হিসেবে সৌদি আরবের মক্কা ও মদীনা শরীফে তথা আরব বিশ্বে চাঁদ দেখার সাথে মিল রেখে সুফি সাধক মাওলানা মোখলেসুর রহমানের দেখানো পথ অনুসরণ করে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করে আসছি।