,

তীব্র শীত ও মৃদু শৈত্যপ্রবাহে দুর্ভোগে সাধারণ মানুষ

বিডিনিউজ ১০ ডটকম: তীব্র শীত ও মৃদু শৈত্য প্রবাহে দুর্ভোগে পড়েছেন লালমনিরহাটের সাধারণ মানুষ। আজ জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

প্রতিদিনই দুপুর পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে প্রকৃতি। অবিরাম বৃষ্টির মত ঝরে পড়ছে শিশির। চারদিন ধরে সূর্যের দেখা না পাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন অনেকেই।

হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর চাপ। চরাঞ্চল ও গ্রামগুলোতে শীতবস্ত্রের অভাবে কষ্টে পড়েছেন ছিন্নমূলরা।

খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। তবে পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর