,

তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

বিডিনিউজ ১০ ডটকম: তীব্র শীতে বিপর্যস্ত দেশের বিভিন্ন এলাকার জনজীবন । ঘনকুয়াশা আর হিমেল বাতাস বাড়িয়ে দিয়েছে শীতের তীব্রতা । কোথাও কোথাও বইছে শৈত্যপ্রবাহ ।

হিমেল হাওয়ায় কুড়িগ্রামে বিপাকে পড়েছে চর- ও নদীর তীরবর্তী এলাকার মানুষ। নীলফামারীতে কয়েক দিনের হাড়কাঁপানো শীতে জবুথবু হয়ে পড়েছে জেলার মানুষ। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে কষ্টে দিন পার করছে প্রত্যন্ত এলাকার মানুষ।

মেহেরপুরে শীতের কারণে কাজে যেতে না পারায় পরিবার-পরিজন নিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্বল্প আয়ের দিনমজুর ও কৃষি শ্রমিকেরা।

গাইবান্ধায় ঘন কুয়াশায় ফসল নষ্টের আশংকা করছেন কৃষকেরা। সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে।  ঘন কুয়াশায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।

এই বিভাগের আরও খবর