জেলা প্রতিনিধি, নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে দরজার তালা ভেঙে ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশে বসে কাঁদছিল তার আড়াই বছরের মেয়ে। ওই নারীর স্বামী লাপাত্তা।
উপজেলা সদরের কাচারিপাড়া বেড়িবাঁধের কাছের ওই বাড়ি থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় মরদেহ ও শিশুটিকে উদ্ধার করা হয়।
নিহতের নাম শিউলি আক্তার। তিনি আল আমিনের স্ত্রী।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি স্থানীয়দের বরাতে জানান, এক সপ্তাহ ধরে ওই ঘর ভাড়া নিয়ে স্ত্রী-সন্তানকে নিয়ে থাকছিলেন আল আমিন। তিনি মহাদেবপুর বাজারে দর্জির কাজ করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুর কান্না শুনে প্রতিবেশীরা গিয়ে দেখেন বাইরে থেকে ঘরটি তালাবদ্ধ। তারাই থানায় খবর দেন। পুলিশ গিয়ে তালা ভেঙে খাটের ওপর শিউলির মরদেহ দেখে। শিশুটি মায়ের মরদেহের পাশে বসে কান্না করছিল।
ওসি জানান, স্থানীয়দের ধারণা পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা করে পালিয়েছে আল আমিন। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে নেয়া হয়েছে।