সিনেমা, সমাজ সংস্কারকের হাতিয়ার হতে পারে! ইতিহাসের সাক্ষ্য হতে পারে, তাঁর প্রতিটি সিনেমায় সেই স্বাক্ষরতা বহণ করে, তিনি বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা নির্মাতা, স্বল্প আয়ুর তারেক মাসুদ, সিনেমার ফেরিওয়ালা।
মুক্তিযুদ্ধ, ইতিহাস, নারী, কুসংস্কার, গোঁড়ামী, অসঙ্গতি, জঙ্গী, সব ছাপিয়ে জাতীয়তাবোধের কথা, চরিত্রে চরিত্রে, ফ্রেমে ফ্রেমে, শর্টে শর্টে ফুটিয়েছেন বাংলা সেলুলয়েডের কবি খ্যাত তারেক মাসুদ।
ছাত্রাবস্থাতেই সিনেমা পোকা মাথায় চেপে বসে। ফিল্ম আর্কাইভ থেকে একটি কোর্স শেষ করেই হাত দেন প্রামাণ্য চিত্র নির্মাণে। আদম সুরত! বিখ্যাত চিত্রকর এস এম সুলতানকে ঘিরে করা।
বলা যায় বাংলার প্রথম এ্যানিমেশন সিনেমা ‘ঐক্যতান’। মার্ক্সীয় প্রভাব দেখা যায় তারেকের কাজে। স্বাধীনতা যুদ্ধের সময় ভ্রাম্যমান গানের দলকে কেন্দ্রকরে তারেক মাসুদ নির্মাণ করেন ‘মুক্তির গান’।
ঢালিউডের প্রথম, যার কোন দ্বিতীয় বা তৃতীয় নেই সেই সিনেমার নাম মাটির ময়না। ২০০২ সালে মুক্তি পাওয়া সিনেমাটিই প্রথম বাংলাদেশি সিনেমা বিদেশী ভাষার অস্কারে পাঠানো হয়। এই সিনেমা দিয়ে কান উৎসবে বাংলা সিনেমা প্রদর্শনের মর্যাদা পায়।
রানওয়ের আগে অর্ন্তযাত্রা নির্মাণ করলেও রানওয়ে সব ছাপিয়ে দর্শকের মনযোগ ঘটায় বেশি। উগ্রজঙ্গীবাদকে পুঁজি করে নির্মিত সিনেমাটি। ধর্মের লেবাসে থাকা সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাস্তব চিত্রের সমাহার ঘটানো এক সিনেমা।
২০১১ সালে ১৩ আগস্ট স্বপ্নের ‘কাগজের ফুল’ সিনেমা নির্মাণের জন্যে লোকেশন খুঁজতে গিয়ে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় হয়ে যান তারার ফুল।