নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ২৫ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়। এ সময় তীব্র ঝাঁকুনি অনুভূত হয়। রাজধানী ঢাকা থেকেও ভূমিকম্প অনুভূত হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভারতের মণিপুর রাজ্যের ওয়াংজিং থেকে ১০৬ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি সংঘটিত হয়। এটির প্রভাবে মিয়ানমার, ভারতের কয়েকটি রাজ্য ও বাংলাদেশে শক্তিশালী কম্পন হয়। ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ১। এটি মাটির ১২৬.১ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।
ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল পার্শ্ববর্তী দেশ মিয়ানমার। এটি মাটির ১১২ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.১।