,

ঢাকার তাপমাত্রা আজ বাড়তে পারে

নিজস্ব প্রতিবেদক: কয়েকদিন আগে ঢাকার তাপমাত্রা কমে গিয়েছিল। তারপর থেকে ক্রমাগত তা বাড়ছে। গতকালের চেয়েও আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে।

আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২২ দশমিক ৫০ ডিগ্রি সেলসিয়াস। এদিকে আজ ঢাকায় দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ পরিষ্কার থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

ঢাকায় আজ সূর্য ডুববে সন্ধ্যা ৫টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্য উঠবে ভোর ৬টা ১৫ মিনিটে।

এই বিভাগের আরও খবর