নিজস্ব প্রতিবেদক: সকাল গড়িয়ে দুপুর, অথচ ভাঙেনি প্রকৃতির আড়মোড়া। ভাঙেনি আলোস্য। সর্বত্রই কুয়াশার রাজত্ব। কনকনে হিমেল বাতাসে নাকাল রাজধানীসহ দেশবাসী। শীত নিবারণের জন্য একাধিক গরম কাপড় মুড়িয়ে কর্মস্থলের উদ্দেশে ঘরের বাইরে বের হন সবাই।
শনিবার (৭ জানুয়ারি) দুপুর হয়ে আসলেও সূর্যের দেখা না মেলায় পরিস্থিতি পৌঁছেছে চরমে।
দিন এবং রাতের তাপমাত্রায় পার্থক্য কমে যাওয়ার কারণেই শীতের অনুভূতি বাড়ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। যা আগামী আরও কয়েকদিন অব্যাহত থাকবে।