বিডিনিউজ ১০ ডটকম: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
শনিবার (২১ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আদেশে ডিএমপি হেডকোয়ার্টার্সের এডিসি মনিরুল ইসলামকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনে এবং ডিএমপি হেডকোয়ার্টার্সের ট্রাফিক অ্যাডমিন অ্যান্ড রিসার্চ বিভাগের এডিসি মো. শামীম কুদ্দুছ ভূঁইয়াকে ট্রাফিকের অ্যাডমিন অ্যান্ড রিসার্চ বিভাগে সংযুক্ত করা হয়েছে।
আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।