ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা আব্দুল হাকিমকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের হাজীপাড়া এলাকায় নিজ বাসার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. আমিরুজ্জামান বলেন, ২০১৭ সালে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হাকিমের বিরুদ্ধে সদর থানায় একটি নাশকতার মামলা হয়। সেই মামলায় আদালত আব্দুল হাকিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।