: ঠাকুরগাঁওয়ে রশি টানাটানি খেলায় হুমায়ুন নামে (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে। তার বাড়ি সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের মৌলভীপাড়া গ্রামে।
স্থানীয়রা জানায়, শুক্রবার (২ নভেম্বর) বিকালে সদর উপজেলার রঙিয়ানী হাট এলাকায় রশি টানাটানি খেলার আয়োজন করা হয়। এই খেলায় হুমায়ুন প্রতিযোগিতায় নামে। খেলা চলাকালে শরীর দড়িতে পেঁচানো অবস্থায় টানাটানির একপর্যায়ে নিঃশ্বাস বন্ধ হয়ে হুমায়ুনের মৃত্যু হয়। আনন্দ, উত্তেজনায় অন্য খেলোয়াড়রা সেটা খেয়াল করেনি। হুমায়ুনের দেহ অসাড় হয়ে পড়লে সবাই তাকে সুস্থ করার চেষ্টা করতে গিয়ে দেখে সে মারা গেছে। হুমায়ুন দুই সন্তানের বাবা।
এ বিষয়ে ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ ব্যাপারে থানায় কেউ কোনও অভিযোগ বা তথ্য দেয়নি। তিনি খোঁজ নেবেন।