,

ট্রেনে কাটা পরে কলেজছাত্রের মৃত‌্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহার ট্রেনে কাটা পরে আব্দুল্লাহ আল মামুন (২১) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।

এঘটনায় বুধবার (২০ জানুয়ারি) রাতে সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী।

মামুন রাজশাহীর পুঠিয়ার দিঘল কান্দি গ্রমের আব্দুল কুদ্দুছের ছেলে।

ওসি মনজের আলী জানান, বুধবার বিকেলে সান্তাহার জংশন স্টেশনে বেখেয়ালভাবে ওই কলেজছাত্র রেললাইনের ওপর দিয়ে হেটে পার হচ্ছিলেন। এসময় চিলাহাটি থেকে খুনলাগামী রুপসা আন্তঃ নগর ট্রেনটি স্টেশনের ৩ নম্বর প্লাটফরমে পৌঁছালেও তিনি রেললাইনের ওপর দিয়ে পার হওয়ার সময় কাটা পরে নিহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

ওসি আরও জানান,  এঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর