,

ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিশুর

জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার দোগাছী পাইকরতলী এলাকায় ট্রাক্টরের ধাক্কায় আরমান হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় তার বাবা মামুনুর রশিদ আহত হয়ে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার বিকেলে নওগাঁর ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ী বাজার থেকে ভ্যানে করে তারা বাড়ি ফেরার পথে পাইকরতলী এলাকায় একটি মেসি ট্রাক্টর তাদের ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু আরমানের মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। তবে চালক এখনও পলাতক রয়েছে।

এই বিভাগের আরও খবর