গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় সমিতির কেন্দ্রীয় সভাপতি মোঃ বজলুর রহমানের নেতৃত্বে নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় পৌঁছেন এবং জাতির পিতার সমাধিবেদীতে ফুল দিয়ে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেখানে তারা ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন।
এসময় সংগঠনের প্রধান উপদেষ্টা আবু বক্কর সিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোঃ কাওসার আলী শেখ, সমিতির গোপালগঞ্জ সভাপতি মো. মাহে আলম ও সাধারণ সম্পাদক নীহার কান্তি বাছারসহ দেশের প্রতিটি জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকগণসহ দু’শতাধিক নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনের সভাপতি মোঃ বজলুর রহমান সাংবাদিকদেরকে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচণে আওয়ামী লীগ জয়ী হলে তাদের জাতীয়করণসহ সকল আশা-আকাঙ্খা পূরণ হবে।