,

টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে মমতাজের শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান মমতাজ।

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন খ্যাতনামা ফোক সম্রাজ্ঞী ও মানিকগঞ্জ-০২ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মমতাজ বেগম।

শুক্রবার (০৪ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু’র সমাধিতে বিপুল সংখ্যক নেতা-কর্মী নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন।

এ সময় মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সহ সভাপতি আফছার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এহতেশাম খান ভুনু, মমতাজ বেগমের ব্যক্তিগত সহকারী মাহমুদুল হাসান জুয়েল, সাবেক ছাত্রলীগ নেতা শেখ অলিদুর রহমান হীরাসহ মানিকগঞ্জ ও গোপালগঞ্জের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে মমতাজ বলেন, আগামীতে নিজ এলাকার উন্নয়নের পাশাপশি সাংস্কৃতিক অঙ্গনকে বিশ্বের কাছে নতুন রূপে পরিচিত করতে কাজ করে যাবো।

এই বিভাগের আরও খবর