টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ উপলক্ষে র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ থেকে র্যালীটি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে শেষ হয়।
এ সময় ইউএনও নাকিব হাসান তরফদার, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদউল্লাহ, আ.লীগ যুগ্মœ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, পাটগাতী ইউপি চেয়ারম্যান মিলন মোল্লা, ছাত্রলীগ সভাপতি রেজাউল হক বিশ্বাস, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
এরপর উপজেলা পরিষদ প্রাঙ্গনে পায়রা ও বেলুন উড়িয়ে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন ইউএনও নাকিব হাসান তরফদার।।