,

টুঙ্গিপাড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১৪ নভেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে আসে। এরপর স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিনের সভাপতিত্বে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) কমলেশ বাগচী প্রমুখ
বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ডায়াবেটিস এমন একটা রোগ যা অন্যান্য রোগকে আমন্ত্রণ জানায়। কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চললে সুস্থ জীবনযাপন অনেক সহজ হয়ে যায়। এক্ষেত্রে ব্যায়ামের বিকল্প নেই। তাই ভালো স্বাস্থ্যের জন্য কিছু ব্যায়াম নিয়মিত করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব।

এই বিভাগের আরও খবর