গোপালগঞ্জ প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন দ্বিতীয় বারের মতো ভাইস চ্যান্সেলর নিযুক্ত হওয়ায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।
মঙ্গলবার দুপুরে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধু তাঁর পরিবারের সকল শহীদদের রুহের মাকফেরাত কামনা করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর ড. মো. নূর উদ্দিন আহম্মেদ, জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম এ সাত্তার, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আব্দুর রহিম খান, ইঞ্জিনিয়র অনুষদের ডিন প্রফেসর ড. বি কে বালা, শিক্ষক সমিতির সভাপতি মো. আশিকুজ্জামান ভূঁইয়াসহ শিক্ষক-কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।