,

টুঙ্গিপাড়ায় ৫০ খামারির মাঝে কৃমিনাশক ওষুধ বিতরণ

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রাণিসম্পদের উন্নয়নে উপজেলা পরিষদের অর্থায়নে খামারিদের মাঝে বিনামূল্যে কৃমিনাশক ওষুধ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) বেলা ১২ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হক উপস্থিত থেকে এসব ওষুধ বিতরণ করেন।

প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ বিশ্বাসের সভাপতিত্বে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান বক্তব্য রাখেন।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হক বলেন, ‘সরকারের নির্দেশনা মোতাবেক উপজেলা প্রশাসন সমন্বিত উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদের উন্নয়নে বিভিন্ন ধরনের প্রকল্প নিয়েছি। আজ বিনামূল্যে গবাদি পশুর কৃমিনাশক ঔষুধ বিতরণ করে কার্যক্রম শুরু হলো। এতে গবাদীপশু সুস্থ থাকার পাশাপাশি উৎপাদনেও ভালো ভূমিকা রাখবে।’

এই বিভাগের আরও খবর