গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার টুংগীপাড়া উপজেলার পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় মেসার্স নিউ মধুমতি পিওর ড্রিংকিং ওয়াটারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সহকারী পরিচালক শামীম হাসান এ জরিমানা করেছেন। রবিবার (১৯ মে) তিনি এ তদারকি করেন।
শামীম হাসান বলেন, ‘প্রতিষ্ঠানটির রিজার্ভ ট্যাংক ড্রেনের পাশে ও পানির জারে কোনও লেবেল নেই। কারখানার পরিবেশ অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর ও নোংরা এবং বিএসটিআইয়ের অনুমোদন নেই। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ধারায় ৪ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়েছে।’
টুংগীপাড়া থানা পুলিশ, জেলা বাজার কর্মকর্তা আরিফ হোসেন ও ক্যাব গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোজাহারুল হক বাবলু তদারকি কাজে সহযোগিতা করেন।