জেলা প্রতিনিধি, পটুয়াখালী: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপ বর্তমানে উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে গত তিনদিন ধরে পটুয়াখালীতে বৃষ্টি হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় জেলার কলাপাড়া উপজেলায় ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। বিভিন্ন নিচু স্থানে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়েছে। কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল। উপকূলে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ায়র শঙ্কায় পটুয়াখালীর পায়রাসহ সব বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছধরা ট্রলারসমূহকে নিরাপদে থাকতে বলা হয়েছে।
এদিকে আজ দুপুর একটা পর্যন্ত পটুয়াখালী নদী বন্দরসহ দেশের নদী বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি অপরিবর্তীত থাকতে পারে এবং বৃষ্টির ধারা আরও বাড়তে পারে। লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপ কিংবা নিম্নচাপে রুপ নেবে কিনা এখনও বলা যাচ্ছে না।