,

টাঙ্গাইলের আসনগুলোতে যাচ্ছে ভোটের সরঞ্জাম

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সংসদীয় আটটি আসনে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি শেষে বৃহস্পতিবার বিকেল থেকে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে ব্যালট পেপার বিতরণ শুরু করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

ইতোমধ্যে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতে আনসার, পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বিতরণ ক্ষেত্রেও অবস্থান করছেন ম্যাজিস্ট্রেট। এছাড়াও নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় আনসার, পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও দায়িত্ব পালন করবেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, স্ট্যাম্প-প্যাড, অফিসিয়াল সিল, মার্কিং সিল, ব্রাশ সিল, লাল গালা, অমোচনীয় কালির কলম, হেসিয়ান বড় ব্যাগ, হেসিয়ান ছোট ব্যাগ, চার্জার লাইট, ক্যালকুলেটর, স্ট্যাপলার মেশিন ও স্টাপ পিন ইত্যাদি সামগ্রী পাঠানো হবে।

এ প্রসঙ্গে জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান জানান, টাঙ্গাইলের সংসদীয় নির্বাচনী আটটি আসনে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে ভোটের সরঞ্জাম পাঠানো হচ্ছে।

উল্লেখ্য, টাঙ্গাইলের সংসদীয় ৮টি আসনের মোট ভোটার ২৭ লাখ ৮৩ হাজার ৩৯৮ জন। এর মধ্যে নারী ১৪ লাখ ৪৪ হাজার ৮৭ জন ও পুরুষ ১৩ লাখ ৭৮ হাজার ৯১১ জন।

এই বিভাগের আরও খবর