ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের কালোহাটি গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) সদস্যরা।
বুধবার (২১ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে র্যাব সদস্যরা বাড়িটির চারপাশ ঘিরে ফেলে।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, কিছুক্ষণের মধ্যে বাড়িটিতে অভিযান চালানো হবে।