,

‘জাল দলিল’ মামলায় ৫ জন কারাগারে

জেলা প্রতিনিধি, বরগুনা: জাল দলিল করে জমি ভোগ দখল করা মামলায় ৫ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার সকালে বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাহবুব আলম এ আদেশ দিয়েছেন।

আসামিরা হলেন-বরগুনা সদর উপজেলার বুড়িরচর গ্রামের রোশন আলীর ছেলে আবদুর রাজ্জাক, আবদুস সালাম, কালাম, মাহমুদ আলীর ছেলে আবদুল মজিদ ও মোহাম্মদ আলীর ছেলে খলিল মিয়া।

মামলা সূত্রে জানা যায়, আসামি রাজ্জাকের বাবা রোশন আলী ১৯৬১ সালের ১৯ জানুয়ারি পটুয়াখালী সাবরেজিস্ট্রি অফিসে বাদী কাওসারের দাদা আবদুর রহমানের ৮০ শতাংশ কবলাকৃত জমির জাল দলিল তৈরি করে। রোশন আলীর মৃত্যুর দীর্ঘ ৬০ বছর পরে রোশন আলীর ওয়ারিশগণ ওই আসামিরা বাদীর দাদা আবদুর রহমানের জমিতে চাষাবাদে বাধা দিয়ে ১৩৬ নম্বরের একখানা জাল দলিল বের করে মালিকা দাবি করে জমি চাষাবাদে বাধা দেয়। ওই সময় বাদী জানতে পারে আসামিরা জাল দলিল তৈরি করেছে।

বাদী কাওসার বলেন, আমি চিফ জুডিশিয়াল আদালতে জাল দলিল সংক্রান্ত মামলা করলে মামলাটি তদন্তের জন্য বরগুনা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন আদালত। গোয়েন্দা শাখা মামলাটি তদন্ত করে সত্য মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করেন। আসামিরা সোমবার সকালে হাজির হয়ে জামিনের আবেদন করলে সবাইকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী মো. হুমায়ূন কবির বলেন, বাদী মিথ্যা মামলা করেছে। বাদীর দাবিকৃত জমি আসামিরা ভোগ দখল করে না।

এই বিভাগের আরও খবর