,

‘জালিয়াত চক্রের ফাঁদে পা দিবেন না’

নিজস্ব প্রতিবেদক :  প্রশ্নফাঁসকারী ও জালিয়াত চক্রের ফাঁদে পা না দিতে পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।

শুক্রবার ‘গ’ ইউনিটের পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ আহ্বান জানান।

উপাচার্য বলেন, ‘এ বছর মোট ৫৬ টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা চলছে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং শিক্ষকরা কেন্দ্র পরিদর্শন করছেন। এবার নতুন নিয়মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে পরীক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছে। এখন পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কিছু ঘটেনি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ (সি) ইউনিটের অধীনে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৫৬টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর ‘গ’ ইউনিটে ১২৫০টি আসনের বিপরীতে আবেদনকারীর ২৯ হাজার ৫৮জন ভর্তিচ্ছু পরীক্ষা দিয়েছেন। ছাত্রলীগ ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তথ্য সহায়তা দিয়েছে। এছাড়া, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকদের বিশ্রামের জন্য চেয়ার ও খাবার পানির ব্যবস্থাও করেছে তারা।

এই বিভাগের আরও খবর