,

জাপানে জরুরী অবস্থা জারি

আর্ন্তজাতিক: করোনার ক্রমবর্ধমান প্রকোপ ঠেকাতে জাপানের রাজধানী টোকিওসহ ৬টি প্রশাসনিক অঞ্চলে মাসব্যাপী জরুরি অবস্থা জারি করা হয়েছে।

আজ মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এই জরুরি অবস্থার ঘোষণা দেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন থেকে এ তথ্য জানা যায়। টোকিও ছাড়া জরুরি অবস্থার আওতাভুক্ত বাকি এলাকাগুলো হলো- কানাগাওয়া, সাইতামা, চিবা, ওসাকা, হোয়গো ও ফুকওকা।

জরুরি অবস্থা ঘোষণাকালে জাপানি প্রধানমন্ত্রী বলেন, জরুরি অবস্থায় টোকিওর গভর্নর ও অন্য ৬ অঞ্চলের প্রধানরা মানুষজনকে ঘরে থাকার ও ব্যবসা বন্ধের অনুরোধ জানাবেন। এর সবকিছুই অনুরোধ, কোনো ধরনের জোরাজুরি বা শাস্তির আওতাভুক্ত নয়।

সম্প্রতি জাপানে এ ভাইরাসের প্রকোপ বেড়েছে। সর্বশেষ সোমবার (৬ই এপ্রিল) দেশটিতে নতুন করে ২৫২ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়। নতুন করে মৃত্যু হয় ৭ জনের। জাপানে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ৩ হাজার ৯০৬ জনের। মৃত্যু হয়েছে ৯২ জনের এবং সুস্থ হয়েছে ৫৯২ জন।

এই বিভাগের আরও খবর