আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের জলবায়ু পরিবর্তন নিয়ে শীর্ষ সম্মেলনে আসার কথা না থাকলেও হঠাত্ই হাজির হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে থেকেছেন থাকলেন খুব অল্প সময়ের জন্য। জলবায়ু পরিবর্তন নিয়ে নরেন্দ্র মোদীর বক্তব্য শুনে বিদায় নিয়েছেন ট্রাম্প। ‘জি নিউজ’
অন্য একটি অনুষ্ঠানে ব্যস্ত থাকবেন বলে জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনাসভায় থাকতে পারবেন না বলে আগেই জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৩ সেপ্টেম্বর) সম্মেলনে ১০ থেকে ১৫ মিনিটের জন্য ছিলেন ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেলের ভাষণ শোনার পরেই তিনি সভা ছাড়েন।
গত রবিবার সন্ধ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস প্রদেশের রাজধানী হিউস্টনে হাউডি মোদী অনুষ্ঠানে হাজির ছিলেন প্রায় ৫০,০০০ প্রবাসী ভারতীয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি অনুষ্ঠানে বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী মোদী। অনুষ্ঠানে হাজির থাকার জন্য টুইট করে ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান মোদী। টুইটে মোদী লেখেন, ‘প্রিয় ডোনাল্ড ট্রাম্প, হিউস্টনে হাউডি মোদী অনুষ্ঠানে আপনার উপস্থিতি ভারত – মার্কিন সম্পর্কে দিন নির্ণায়ক মুহূর্ত। মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই আপনি ভারত ও ভারতীয়দের বলিষ্ঠ বন্ধু হয়ে উঠেছেন। আপনার উপস্থিতি ভারতীয় প্রতিনিধিত্বের প্রতি আপনার সম্মানের উদাহরণ।’