টুইটারে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলাদেশের জাতির জনক ভারতের সব মানুষের জন্যও বীরের মতো।
তিনি আরও বলেন বঙ্গবন্ধু ছিলেন মানবাধিকার ও মুক্তির জন্য একজন সত্যিকারের চ্যাম্পিয়ন। এই মাসের শেষে বাংলাদেশে মুজিব শতবর্ষের অনুষ্ঠানে যোগ দিতে পারাকে নিজের জন্য অত্যন্ত সম্মানের বিষয় হবে বলেও জানান তিনি।
করোনা মহামারি শুরুর পর প্রথম দেশ হিসেবে বাংলাদেশ সফরে আসবেন নরেন্দ্র মোদী। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষ্যে এই মাসের ২৬ তারিখে বাংলাদেশে আসবেন নরেন্দ্র মোদী।