জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ঘরে ঘরে দেখা দিয়েছে চোখ ওঠা ও জ্বর। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে শিশু ও বয়স্কদের।
হাসপাতাল ও চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারে প্রতিদিনই রোগীর ভিড় বাড়ছে। চিকিৎসকরা বলছেন, প্রায় দুই সপ্তাহ ধরে চোখ ওঠা রোগের প্রকোপ বেড়েছে।
আক্রান্ত মোশারফ হোসেন বলেন, ‘পুরো গ্রামে কালো চশমা পরা লোক ভরে গেছে। প্রথমে আমার চোখ ওঠে। তারপর আমার সন্তান ও স্ত্রীসহ পরিবারের সবাই এক এক করে আক্রান্ত হয়, এটা ছোঁয়াচে রোগ। চোখে প্রচণ্ড চুলকানি হচ্ছে। সারাক্ষণ চুলকানোর ফলে চোখ ফুলে লাল হয়ে যাচ্ছে। সঙ্গে আছে ব্যথা। পানি পড়ে, চোখে সাদা ময়লা জমে। ’
মেডিক্যাল অফিসার ডা. সাদ্দাম হোসেন এ রোগ ছড়ানোর জন্য দূষিত পানি ও ধুলাবালিকে দায়ী করেছেন। তিনি বলেন, ‘কনজাংটিভাইটিসের (চোখ ওঠা) মৌসুম এখন। প্রচুর লোকজন আক্রান্ত এই রোগে। আমি নিজেও আক্রান্ত হয়েছি। এটি অতিমাত্রায় ছোঁয়াচে। ’