,

চালের কেজি ১০ টাকা!

জেলা প্রতিনিধি, বগুড়া: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশতবার্ষিকী উপলক্ষে বগুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচিতে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু হয়েছে।

বুধবার (১৭ মার্চ) সকালে বগুড়া সদরের কৈচড় বাজারে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক জিয়াউল হক।

এ সময় বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বীর আমীর হামজা, চেয়ারম্যান শফিকুল ইসলাম।

বগুড়া জেলায় এ বছর এক লাখ ৫৩ হাজার পরিবারকে প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। মার্চ এপ্রিল, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই ৫ মাস চাল বিতরণ কার্যক্রম চলবে। জেলাতে ১২ উপজেলায় ২৮৩ জন ডিলার চাল বিতরণ কার্যক্রমে নিয়োজিত রয়েছেন।

এই বিভাগের আরও খবর