,

চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের র‌্যালি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে একটি র‌্যালি বের করা হয়।

আজ শনিবার সকাল ১০টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে বের হওয়া র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মঞ্চে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় বক্তব্য দেন সাবেক সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রুহুল আমিন, সাবেক ভোলাহাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুস সামাদ, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম, থানা কমান্ডার জয়নাল আবেদিন, বীর মুক্তিযোদ্ধা মো. ইব্রাহিম, সাবেক থানা কমান্ডার আব্দুর রহমান টারুসহ অন্যরা।

১৯৭১ সালের এই দিনে পাকহানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয় সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ। বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর, গোলাম নবী সাটুসহ নাম না জানা হাজারও শহীদের রক্তের বিনিময়ে মুক্ত হয় এ জেলা।

এই বিভাগের আরও খবর