জেলা প্রতিনিধি, রাজবাড়ী: নারীকে হয়রানী, ধর্ষণ চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে রাজবাড়ীর পাংশা থানার ওসি-এসআইসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে উপজেলার ২৫ বছর বয়সি এক গৃহবধূ মামলাটি করেন বলে জানান ওই ট্রাইব্যুনালের পিপি জাহিদ উদ্দিন মোল্লা।
মামলার আসামিরা হলেন, পাংশা থানার ওসি মো. সালাউদ্দিন, এসআই হিমাদ্রি হাওলাদার ও সহযোগী আরিফ হোসেন। আরিফের বাড়ি পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামে।
মামলার এজাহারের বরাতে পিপি জাহিদ উদ্দিন মোল্লা বলেন, বুধবার রাত ১১টার দিকে পাংশা থানার ওসি মো. সালাউদ্দিনের নির্দেশে এসআই হিমাদ্রি হাওলাদার ও সহযোগী আরিফ হোসেন ওই গৃহবধূর বাড়িতে হানা দেন। সুনির্দিষ্ট কোনো মামলা না থাকার পরও এসআই হিমাদ্রি ও আরিফ হোসেনসহ সঙ্গীয় ফোর্স ওই গৃহবধূর বাড়ির বিভিন্ন কক্ষে তার স্বামীকে খোঁজার অজুহাতে তল্লাশি চালায়।
এক পর্যায়ে স্বামীকে না পেয়ে ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে মামলায় বলা হয়েছে। শুধু তাই নয়, ওসির নির্দেশে পরে ওই নারীকে থানায় এনে শারীরিক, মানসিক নির্যাতন চালানো হয়।
পরে স্থানীয় লোকজন ওই গৃহবধূকে ছাড়িয়ে নেওয়ার জন্য থানায় গেলে তাদের কাছ থেকে ২০ হাজার টাকা উৎকোচ নেওয়াসহ মোটা অংকের টাকা দাবি করা হয়।
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বরাবরও অভিযোগ করা হয়েছে বলে মামলায় দাবি করা হয়েছে।
পিপি জাহিদ উদ্দিন মোল্লা আরো বলেন, ‘ট্রাইব্যুনালের বিচারক ওই গৃহবধূর মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইর জেলা কার্যালয়ের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন।’