,

চাঁদপুরে করোনায় আক্রান্ত যুবক

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর জেলায় প্রথমবারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে এক যুবকের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন।

সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ জানান, ওই যুবকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে নেওয়ার জন্য লোকজন তার শশুর বাড়িতে রওনা হয়েছে।

এই ঘটনার পর থেকে করোনা আক্রান্ত যুবকের অবস্থান করা শশুর বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। বাড়ি থেকে কাউকে বের না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সিভিল সার্জন জানান, ৩২ বছর বয়সী ওই যুবকের বাড়ি রংপুরে। সে নারায়নগঞ্জ জেলায় গার্মেন্টেসে চাকুরি করতো। তার শ্বশুর বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়। সে গত ৪ এপ্রিল শ্বশুর বাড়ি আসে। তার করোনা ভাইরাসের উপসর্গ জ্বর কিংবা সর্দি, কাশি ছিল। ওই যুবক এলাকায় আসলে তাকে নিয়ে স্থানীয় লোকজনের মাঝে সন্দেহ সৃষ্টি হয়। এই প্রেক্ষিতে গত ৬ এপ্রিল পরীক্ষা-নিরীক্ষার জন্য ওই যুবকের নমুনা ঢাকায় পাঠানো হয়। বৃহস্পতিবার করোনা টেস্টের রিপোর্ট পজেটিভ আসে।

সিভিল সার্জন আরো জানান, গত কয়েকদিনে নারায়নগঞ্জ থেকে চাঁদপুর জেলায় ৫৯৪ জন ব্যক্তি প্রবেশ করেছে। যারা নারায়নগঞ্জে চাকুরি কিংবা ব্যবসা বাণিজ্য করতো। অনেকের বাড়ি মতলব উত্তর উপজেলায়, আবার অনেকে আত্মীয়তার সূত্রে চাঁদপুরের বিভিন্ন স্থানে আত্মীয়ের বাড়িতে এসে উঠেছেন।

এদিকে, এই যুবক করোনা আক্রান্তের দিনেই চাঁদপুর জেলায় অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।

এই বিভাগের আরও খবর