,

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

চট্টগ্রাম প্রতিনিধি :পূর্ব শত্রুতার জের ধরে রাউজানে বিধান বড়ুয়া (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) বিকেল চারটার দিকে পশ্চিম গহিরা এলাকার ১ নম্বর ওয়ার্ডের অতুল মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত বিধান বড়ুয়া স্থানীয় সাধন বড়ুয়ার সন্তান। তিনি ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কেফায়াত উল্লাহ বলেন, রাহুল বড়ুয়া এবং তুফান বড়ুয়া নামে দুইজন বিধান বড়ুয়াকে নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা করেছে বলে জানতে পেরেছি। তাদের নিজেদের মধ্যে পূর্ব শত্রুতা ছিল।

তিনি বলেন, অভিযুক্ত রাহুল বড়ুয়া মাদক সেবন করে এলাকায় বিশৃঙ্খলা করতো। এ নিয়ে বিধান বড়ুয়া বেশ কয়েকবার প্রতিবাদ জানিয়েছিল। এসব নিয়ে তাদের মধ্যে শত্রুতা তৈরি হয়।

‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।’

এই বিভাগের আরও খবর