,

চকরিয়ায় প্রাইভেটকরের ধাক্কায় বৃদ্ধ নিহত

কক্সবাজার প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্ক গেইটে একটি বিয়ের প্রাইভেটকারের ধাক্কায় কবির আহম্মদ প্রকাশ কবির মুন্সী (৭৮) নামে এক বৃদ্ধ  নিহত হয়েছেন।

রোববার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে  এ দুর্ঘটনা ঘটে। নিহত কবির আহম্মদ  ডুলাহাজারা উত্তর পাড়ার বাসিন্দা এবং সংবাদকর্মী মো. নেজাম উদ্দিনের বাবা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৭টার দিকে সাফারি পার্ক গেইটের সামনে চট্টগ্রামমুখী একটি বিয়ের প্রাইভেটকার ওই বৃদ্ধকে ধাক্কা দেয়। এসময় স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মালুমঘাট হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে চট্টগ্রাম নেওয়ার পথে বৃদ্ধ কবির আহম্মদ  মারা যান।

স্থানীয়দের সহায়তায় হাইওয়ে পুলিশ ঘাতক গাড়ি ও চালককে আটক করেছে।

এই বিভাগের আরও খবর