বিডিনিউজ ১০ আন্তর্জাতিক ডেস্ক: চীন সাগরে ঘনীভূত হওয়া ঘূর্ণিঝড় ‘পাবুক’ ক্রমশই শক্তিশালী হয়ে উঠছে। ইন্দোনেশিয়া ও তার পার্শ্ববর্তী এলাকায় মঙ্গলবার ব্যাপক বৃষ্টি হয়েছে। ‘পাবুক’ আগামীকাল আন্দামান সাগরে ধেয়ে আসতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দফতর। আন্দামানের পর্যটকের জন্য জারি হয়েছে সতর্কবার্তা।
আবহাওয়া অফিস জানাচ্ছে, ৫ জানুয়ারির পর এটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। ৬ জানুয়ারি রাতে বয়ে যাবে আন্দামান দ্বীপের উপর দিয়ে। এরপর সেটি আরও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আবার ঘুরে আসবে মিয়ানমারের দিকে। তারপর ৭ এবং ৮ তারিখ থেকে এটি দুর্বল হতে থাকবে।
৫ জানুয়ারি থেকে আন্দামানে ভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। নিকোবরে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এই মুহূর্তে পোর্ট ব্লেয়ার থেকে ১৫০০ কিমি দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়টি।