,

গ্রিসে বিধ্বস্ত ইউক্রেনের কার্গো বিমান

আর্ন্তজাতিক ডেস্ক: গ্রিসে ইউক্রেনের মালিকানাধীন একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে।

স্থানীয় সময় শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় কাভালা শহরে এই দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

ইউক্রেনভিত্তিক একটি প্রতিষ্ঠানের ওই বিমানটি সার্বিয়া থেকে জর্ডানে যাচ্ছিল। এতে কতজন আরোহী ছিলেন এবং এর মধ্যে কেউ বেঁচে আছেন কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

গ্রিসের রাষ্ট্রীয় গণমাধ্যম ইআরটি বলছে, কার্গো বিমানটিতে সব মিলিয়ে ১২ টনের মতো মালামাল ছিল। এই দুর্ঘটনা বিপজ্জনক।

বিমানটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়ায় পাইলট এটিকে কাভালা বিমানবন্দরে জরুরি অবতরণ করাতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত আর রানওয়েতে যেতে পারেননি তিনি।

সূত্র বলছে, বিমানটিতে আটজন আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

নানা মাধ্যমে ছড়িয়ে ভিডিও ফুটেজে বিমানটিকে বিধ্বস্ত হতে দেখা গেছে। এতে দেখা যায়, মাটিতে পড়ে যাওয়ার পর কার্গোটিতে আগুন ধরে যায়। একপর্যায়ে বিস্ফোরণের ঘটনাও ঘটে।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, রাত পৌনে ১১টার দিকে বিকট শব্দে শুনে বাইরে এসে দেখি বিমানটি আগুনে পুড়ছে। পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

স্থানীয় একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, আগুন নিয়ন্ত্রণে সাতটি অগ্নিনির্বাপক গাড়ি দুর্ঘটনাস্থলে নেয়া হয়। তবে বিস্ফোরণের কারণে সেখানে গাড়িগুলো পৌঁছাতে পারেনি।

কার্গোটিতে বিপজ্জনক কিছু পণ্য ছিল বলে ধারণা করছেন তিনি।

গ্রিস কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে। তবে এ ব্যাপারে ইউক্রেন, সার্বিয়া বা জর্ডান সরকারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই বিভাগের আরও খবর