গোপালগঞ্জ প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে হাতপাখার প্রচার-প্রচারণায় মাঠে রয়েছেন গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মো. মিজানুর রহমান।
তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থীদের পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে হাতপাখা প্রতীকের প্রচার-প্রচারণা, পথসভা ও গণসংযোগ করে যাচ্ছেন।
‘নেতা নয়, নীতির পরিবর্তন চাই-পীর সাহেব চরমোনাই’ এ স্লোগানে শুক্রবার বিকালে উপজেলার জয়নগর উচ্চ বিদ্যালয়ের মাঠে ইসলামী আন্দোলন জয়নগর ইউনিয়ন শাখার উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
কাশিয়ানী উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মো. আলমগীর শেখের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার শেখ মো. মারুফ, গোপালগঞ্জ জেলা শাখার ভারপাপ্ত সভাপতি ছালাম শরীফ, সাংগঠনিক সম্পাদক মো. নুর ইসলাম শেখ লেলিন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ মহেশপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণীর-পেশার মানুষ।
এরআগের উপজেলার ভাটিয়াপাড়া গোল চত্ত্বর, কাশিয়ানী সদর বাজার, বেলতলা, ব্যাসপুর ও জয়নগর বাজারসহ বিভিন্ন স্থানে হাতপাখা প্রতীকের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন দলীয় নেতাকর্মীরা।