গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী তন্ময় বিশ্বাস ও বাংলা বিভাগের তন্ময় কুমার চক্রবর্তীর চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ নভেম্বর ২০১৮) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন তার কক্ষে অনুদানের চেক হস্তান্তর করেন।
এ সময়ে অন্যদের মধ্যে আইন অনুষদের ডিন আবদুল কুদ্দুস মিয়া, প্রক্টর মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, বাংলা বিভাগের সভাপতি মুমতাহানা মৌ, প্রভাষক আকলিমা খাতুন লিনা, সুমাইয়া আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।