গোপালগঞ্জ: গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধূরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সম্মেলন গণমাধ্যম কমিটির আহবায়ক খোন্দকার এহিয়া খালেদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৩ ডিসেম্বের জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন উপলক্ষ্যে আহবায়ক ও উপকমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো সম্মেলন প্রস্তুতির কাজ দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছে বলে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়।