,

‘গোপালগঞ্জ উদ্যোক্তা পরিবারের’ মিলন মেলা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: পণ্যপরিচিতি, মান উন্নয়ন ও বিপণন কৌশল নির্ধারণে লক্ষ্যে উদ্যোক্তাদের মিলন মেলা এবং পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৫ এপ্রিল) শহরের রুফটপ গার্ডেনে ফেসবুক পেজ ‘গোপালগঞ্জ উদ্যোক্তা পরিবার’ এ আয়োজন করে।

উদ্যোক্তাদের তৈরি পোশাক, আচার, দেশীয় পিঠা-পুলি, বিভিন্ন ধরণর বেকারী কেক, রেডি টু কুক, দেশীয় মাছ, মাংস, গরুর পায়া ও ভূড়ি ইত্যাদি পণ্য প্রদর্শন করা হয়। এ মিলন মেলায় অন্তত ৬০ জন উদ্যোক্তা অংশ নেন।

হাবিবা খানম বলেন, ‘আমি টুঙ্গিপাড়ার ইমদাদুল হক মেমোরিয়াল কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। এক বছর আগে ‘মায়ের ছোয়া’নামে একটি ফেসবুক পেজ খুলি। এরপর গোপালগঞ্জ উদ্যোক্তা পরিবার পেজে যুক্ত হই। ওই পেজের মাধ্যমে পণ্য বিক্রি করি। আমার বাড়ি টুঙ্গিপাড়ার বিল পরিবেষ্টিত মধুখালি গ্রামে। আমার এলাকায় বিভিন্ন প্রজাতির দেশি মাছ পাওয়া যায়। জেলেদের থেকে ওই মাছ বাকিতে সংগ্রহ করে অনলাইনে বিক্রি করি। মাছ সংরক্ষণ করার জন্য আমার নিজের ফ্রিজ ছিল না। পণ্য বিক্রির টাটা দিয়ে ফ্রিজ কিনেছি। লেখাপড়ার পাশাপাশি এখন আমি মাস ১৫-২০ টাকা আয় করি।’

গোপালগঞ্জ ফিস হার্টের উদ্যোক্তা মো. হৃদয় ইসলাম বলেন, ‘২০২৪ শেষের দিকে অনলাইনে ব্যবসা শুরু করি। রেডি টু কুক অনলাইনে গরুর পায়া, ভুড়ি, মাছ, মাংস, হোম ডেলিভারি করছি। অল্প দিনে ভালো সাড়া পেয়েছি। এখন জেলা পাঁচটি উপজেলার শিক্ষার্থী ও ব্যাচেলদের জন্য আমরা বিশেষ প্যাকেজ চালু রেখেছি।’

গোপালগঞ্জ উদ্যোগক্তা পরিবারে এ্যাডমিন মাবিয়া রহমান বলেন, ‘গোপালগঞ্জে সব থেকে বড় গ্রুপ এটা। আজ আমাদের এ আয়োজনের উদ্দেশ্য হলো পণ্য পরিচিতি ও মান উন্নয়ন, বিপণন কৌশল সম্পর্কে উদ্যোক্তাদের মাঝে অভিজ্ঞতার আদান প্রদান। আমরা বিশ্বাস করি এ ধরনের আয়োজনের মধ্যদিয়ে উদ্যোক্তারা অনুপ্রাণিত হয়ে হবেন এবং সফলতার লক্ষ্যে এগিয়ে যাবেন।’

এই বিভাগের আরও খবর