,

গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ৪

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় সেতু বিশ্বাস (৩২) নামে একজন নিহত ও অপর ৪ জন আহত হয়েছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা -খুলনা মহাসড়কের সদর উপজেলার ডুমদিয়া নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।

নিহত ও আহতরা সবাই প্রাইভেট কারের যাত্রী এবং গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। আহতদেরকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুর মোহাম্মদ জানান, ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছন দিক থেকে গোপালগঞ্জ অভিমুখে আসার পথে একটি প্রাইভেট কার ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের ড্রাইভারসহ ৫জন আহত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদেরকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সেতু বিশ্বাস মারা যান।

এই বিভাগের আরও খবর