,

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক হিউম্যান হলারের চালকসহ দুজন নিহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার সোনাকুড় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের নরিমন মুন্সীর ছেলে মাহেন্দ্র চালক শহিদুল মুন্সী (৩৫) এবং একই গ্রামের দেলোয়ার হোসেন দিলু মুন্সীর ছেলে বাবু মুন্সী (৩০)।

গোপালগঞ্জ সদর থানার এসআই সাইফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা বোঝা যায়নি। মাহেন্দ্রটি সড়কের ওপর দুমড়ে-মুচড়ে পড়ে থাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তখন স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেয়।

পরে উদ্ধারকর্মীরা গাড়ির ভেতরে শহিদুলের লাশ পায়। বাবুকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

এই বিভাগের আরও খবর