,

গোপালগঞ্জে সাংবাদিকদের সমন্বয়ে ওরিয়েন্টেশন কর্মশালা

এম শিমুল খান, গোপালগঞ্জ : জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) ২০১৯ উপলক্ষ্যে গোপালগঞ্জ জেলা সাংবাদিকদের সমন্বয়ে একদিনের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

বুধবার সকাল ১১ টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টিসেবা স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে গোপালগঞ্জ সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন সিভিল সার্জন ডা. তরুণ মন্ডল।

এছাড়াও ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপস্যুলের বিশেষ বিশেষ দিকগুলি নিয়ে বক্তব্য রাখেন মেডিক্যাল অফিসার ডা. বুদ্ধদেব সরকার।
কর্মশালায় জানানো হয়, এ পর্যায়ে গোপালগঞ্জ জেলায় মোট ৬-১১ মাস বয়সের ২৪ হাজার ৩’শ ৩০ জন শিশুকে (যারা পাবে নীল ক্যাপস্যুল) এবং ১-৫ বছর বয়সের ১ লাখ ৬৭ হাজার ৮’শ ৮৯ জন শিশুকে (যারা পাবে লাল ক্যাপস্যুল) এ কার্যক্রমের আওতায় আনা হয়েছে।

সারা দেশের ন্যায় আগামী ১৯ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গোপালগঞ্জ জেলায় মোট ১ হাজার ৭’শ ৬০টি কেন্দ্রে এসব শিশুদেরকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপস্যুল খাওয়ানো হবে।

এই বিভাগের আরও খবর