,

গোপালগঞ্জে শিশুশ্রম নিরসনে সেমিনার

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ:  গোপালগঞ্জে শিশুশ্রম নিরসনে সেমিনার করেছে জেলা প্রশাসক এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।

মঙ্গলবার (৯ পস) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

এতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের গোপালগঞ্জ কার্যালয়ের উপ-মহা পরিদর্শক একেএম মানছুরুল হক।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি) মো. গোলাম কবির, সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জুলফিকার আলী, প্রবেশন কর্মকর্তা আল আমিন মোল্লা, সাংবাদিক ও উন্নয়ন কর্মী মনোজ কুমার সাহা, শরীফ ফরেন ফার্নিচারের সত্ত্বাধিকারী মো. কবির হোসেনসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

সেমিনারে প্রশাসনের পদস্থ কর্মকর্তা,কলকারখানা ও প্রতিষ্ঠানের মালিক শ্রমিক, উন্নয়নকর্মীরা অংশ গ্রহন করেন।

এই বিভাগের আরও খবর