,

গোপালগঞ্জে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

শিক্ষার্থীদের হাতে উপকরণ তুলে দিচ্ছেন স্কুল ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও সাংবাদিক এস এম হুমায়ূন কবীর।

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ১৫০নং শিশু কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে এ সব উপকরণ বিতরণ করা হয়।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক এস এম হুমায়ূন কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে উপকরণ তুলে দেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তন্দ্রা হালদার, সহকারি শিক্ষক আসমা খানম, আফরোজা খানম, সাংবাদিক কাজী মাহমুদ প্রমুখ।

এই বিভাগের আরও খবর